নড়াইলে মানহানির মামলায় খালেদার জামিন আদেশ ১৭ জুলাই

নড়াইলে মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে আগামী ১৭ জুলাই আদেশের দিন রেখেছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 02:43 PM
Updated : 2 July 2018, 02:44 PM

সোমবার বিকালে সদর আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদুল আজাদ শুনানি শেষে এ দিন রাখেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডের রায়ের পর সাড়ে চার মাস ধরে বন্দি খালেদা জিয়া ইতোমধ্যে ওই মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু কুমিল্লার নাশকতার দুটিসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়।

বেলা ১১টার দিকে জাহিদুল আজাদের আদালতে খালেদার পক্ষে জামিন আবেদন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

এ সময় নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন শিকদারসহ ২০-২৫ জন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন।

পিপি ইমদাদুল ইসলাম বলেন, শুনানি শেষে আগামী ১৭ জুলাই জামিন বিষয়ের আদেশের দিন নির্ধারণ করেছে আদালত।

এর আগে গত ৫ জুন জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হলেও ‘নট মেইনটেনেবল বা সমর্থনীয় নয়’ উল্লেখ করে আবেদন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ।

নড়াইলের আদালতে খালেদার বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করা হয় শহীদদের সংখ্যা নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করার অভিযোগে।

নড়াইল জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।