ঈশ্বরদীর শিক্ষকদের মারধরের প্রতিবাদ পিরোজপুর ও মাগুরায়

ঈশ্বরদী সরকারি কলেজে শিক্ষকদের মারধরের প্রতিবাদ করেছেন পিরোজপুর ও মাগুরার সরকারি কলেজের শিক্ষকরা।

মাগুরা প্রতিনিধিপিরোজপুর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 11:59 AM
Updated : 2 July 2018, 12:10 PM

‘অনিয়ম-দুর্নীতিতে বাধা দেওয়ায়’ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষকে মারধরসহ শিক্ষকদের গত ২৮ জুন বিকালে আটকে রাখার অভিযোগ ওঠে সেখানকার ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

এর প্রতিবাদে সোমবার পিরোজপুর ও মাগুরার দুটি সরকারি কলেজের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পিরোজপুর ও মাগুরার কলেজ দুটির একই নাম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষকরা হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

পিরোজপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে কলেজ অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, উপাধ্যক্ষ মজিবর রহমান বাবুল, ইংরেজি বিভাগের প্রধান সদানন্দ গাইন, বাংলা বিভাগের প্রধান মো. মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞাপন বিভাগের প্রধান সমরজিৎ হাওলাদার হামলার প্রতিবাদে বক্তব্য দেন।

মাগুরার শিক্ষকরাও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ, উপাধ্যক্ষ আহসান হাবীব, বিসিএস শিক্ষক সমিতির মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবু সাইদ মোল্লা হামলার প্রতিবাদে বক্তব্য দেন।

কর্মসূচি চলাকালে মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান গিয়ে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।