সিলেটে কামরান-আরিফসহ ৬ মেয়র প্রার্থী

সিলেটে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরীসহ ছয় প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 10:21 AM
Updated : 2 July 2018, 10:44 AM

সোমবার দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

গত ২৮ জুন পর্যন্ত নয় প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তিন স্বতন্ত মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এরা হলেন এহসানুল হক তাহের, মুক্তাদির হোসেন তফাদার ও কাজী জসিম উদ্দিন।

বিধি অনুযায়ী প্রার্থীদের ৩০০ জন ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষর প্রয়োজন হয়। এই প্রার্থীদের সমর্থন স্বাক্ষর ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের মনোয়ন বাতিল করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফর ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

এছাড়া আট কাউন্সিলর ও সাত সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফসিল অনুসারে আগামী ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ জুলাই প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ আগামী ৩০ জুলাই।