চুয়াডাঙ্গায় ৭ স্বর্ণের বারসহ একজন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাতটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 07:22 AM
Updated : 2 July 2018, 08:09 AM

সোমবার সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান এক সংবাদ সম্মেলনে জানান, লোকনাথপুর তেলপাম্প এলাকা থেকে ভোরে তাদের আটক করা হয়।

আটক ইদ্রিস আলী (৪০) যশোর বেনাপোলের খলসি গ্রামের সুরত আলীর ছেলে।

বিজিবি কর্মকর্তা ইমাম বলেন, গোপনে খবর পেয়ে বিজিবির একটি দল লোকনাথপুর তেলপাম্প এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ইদ্রিসকে আটক করে।

“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে প্যান্টের বেল্টের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি সোনার বার পাওয়া যায়।”

উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৩৫ লাখ টাকা। সেগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।

ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করে তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।