ব্রাহ্মণবাড়িয়ায় তেলের ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেলবাহী একটি ট্রেনের নয়টি ক্যারেজ লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়াবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 06:54 AM
Updated : 1 July 2018, 06:59 AM

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের শিমরাইল কান্দি-কলেজপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রোববার সকাল ১০টার দিকে লাইনচ্যুত ক্যারেজগুলো উদ্ধার করা গেলেও মেরামত কাজ শেষ না হওয়ায় একটি লাইন দিয়ে ‘রেশনিং পদ্ধতিতে’ ট্রেন চলাচল করছে বলে পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা রেজাউল হক জানান।  

তিনি বলেন, “আখাউড়া রেলওয়ে জংশন থেকে ঢাকাগামী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া-শিমরাইলকান্দি এলাকায় টার্নিং পয়েন্ট অতিক্রমের সময় লাইনচ্যুত হয়।

“এ সময় প্রায় সাড়ে তিনশ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। জ্বালানি তেল লাইনের পাশের একটি খালে ছড়িয়ে পড়ে।”

খবর পেয়ে ঢাকা ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে তেলবাহী ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করে। সেই কাজ শেষে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু হয় বলে রেজাউল জানান।

তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে তেল ছড়িয়ে পড়ায় যে কোনো মুহুর্তে অগ্নিকাণ্ডের আশঙ্কা করছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পাহারা দিচ্ছে বলে জানান রেজাউল।