রংপুরে ভেজাল খাদ্য সামগ্রী উদ্ধার, আটক ১

রংপুর নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ভেজাল খাদ্য সামগ্রীর কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2018, 01:22 PM
Updated : 30 June 2018, 01:22 PM

শনিবার উত্তর আশরতপুর এলাকার মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল খাদ্য সামগ্রী তৈরি কারখানার সন্ধান পাওয়া যায় বলে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান।

এ সময় মোস্তফাকে আটক করা হয়।

এএসপি মোর্ত্তুজা বলেন, আটক মোস্তফার বাড়ির দুটি ঘর থেকে বিভিন্ন ব্রান্ডের স্টিকার ও বিভিন্ন কোম্পানির নামে নতুন প্যাকেট এবং বোতল উদ্ধার করা হয়। প্যাকেটের অধিকাংশের গায়ে ঢাকা, বাংলাদেশে তৈরি বলে লেখা রয়েছে।

এছাড়াও ফ্রুটো ড্রিংকস, আইসপপ ড্রিংকসের তৈরি পণ্য, বিভিন্ন সাইজের খালি বোতল, প্লাস্টিকের বয়াম ও পাত্র ছাড়াও অসংখ্য নতুন বোতলের সিপি উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক মোস্তফা দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির সীল, স্টিকার, লোগো, নাম, পরিচিতি, প্যাকেট, বোতল, সিপি, এবং ভেজাল দ্রব্য-সামগ্রী ব্যবহার করে ভেজাল মিশ্রিত শিশুখাদ্য ও পণ্য তৈরি ও বিপণন করে আসছে।