ভোট চলছে বাসাইল পৌরসভায়

মেয়াদ শেষ হওয়ায় নিয়মিত নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায়।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2018, 06:35 AM
Updated : 30 June 2018, 06:47 AM

শনিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ায় নিয়মিত এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের আব্দুর রহিম আহমেদ, বিএনপি থেকে বহিষ্কৃত মো. এনামুল করিম মিঞা ও কৃষক শ্রমিক জনতা লীগের মো. রাহাত হাসান টিপু।

আর কাউন্সিলর পদে নয়টি সাধারণ আসনের জন্য ৩৭ জন ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তা তাজুল বলেন, এ পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৪০০ জন। তাদের মধ্যে ৭ হাজার ৯২৫ জন পুরুষ আর মহিলা ভোটার হচ্ছেন ৮ হাজার ৪৭৫ জন।

এ পৌরসভায় এই প্রথম মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এ নিয়ে সবার মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ সদস্য, আনসার, বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি ভোটকেন্দ্রে টহল দিচ্ছেন বলে জানান নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম।

এ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মেয়র প্রার্থীর সমর্থনে বিএনপি গত মঙ্গলবার তাদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিলেও বিএনপি প্রার্থী মো. এনামুল করিম মিঞা নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ভোটের আগের দিন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।