সাতক্ষীরায় ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৪ নেতা আটক

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ‘গোপন বৈঠক’ চলাকালে একটি বাড়িতে অভিযান চালিয়ে উগ্র মতবাদের বইসহ   জামায়াতের চার নেতাকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 09:12 AM
Updated : 29 June 2018, 09:12 AM

আশাশুনি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমীর শাহীন সরদারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন-কলারোয়া উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি কালিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন, আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা তারিক ওরফে তুষার এবং খলিলুর রহমান ঢালী।

তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে ওসি মোস্তাফিজুর জানান।

তিনি বলেন, জামায়াতের আমীর শাহীন সরদারের বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

ওসি বলেন, আটককৃতরা প্রাথমিকভাবে ‘নাশকতার পরিকল্পনা’ করার কথা স্বীকার করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।