সিটি নির্বাচন: বরিশালে সাদিক-সরোয়ারসহ ৮ জনের মনোনয়নপত্র জমা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বরিশালে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারসহ মেয়রপদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 02:24 PM
Updated : 28 June 2018, 02:24 PM

তফসিল অনুযায়ী বৃহস্পতিবার জমা দেওয়ার শেষ দিন তারা মনোনয়নপত্র জমা দেন বলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আর দলীয় নেতাকর্মীদের নিয়ে বেলা ২টার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

এছাড়া বুধবার মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস, স্বতন্ত্র প্রার্থী বশির আহম্মেদ ঝুনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব, বাসদের মনীষা চক্রবর্তী, সিপিবির এ কে আজাদ ও খেলাফত মজলিসের এ কে এম মাহবুব আলম।

তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিবির মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি তা জমা দেন নি।

তফসিল অনুসারে ১ ও ২ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই; ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১০ জুলাই প্রতীক বরাদ্দ হবে। আগামী ৩০ জুলাই বরিশালসহ তিন সিটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।