কোনারপাড়া শূন্যরেখার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস বিজিপির

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তমব্রুর কোনারপাড়া সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 01:56 PM
Updated : 28 June 2018, 01:56 PM

বৃহস্পতিবার কক্সবাজারে বিজিবি-বিজিপির মধ্যে সৌজন্য পতাকা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিজিবির কক্সবাজার রিজিওয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস এম রকিবুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হলেও বিজিপির প্রতিনিধি দলের প্রধান কোনো কথা বলেননি।

এরআগে বেলা ১২টায় বিজিবির কক্সবাজার রিজিওয়ন সদর দপ্তরে বৈঠক শুরু হয়।শেষ হয় বিকাল ৪টায়।

বিগ্রেডিয়ার জেনারেল রকিবুল্লাহ বলেন, গত অগাস্টে মিয়ানমারে সহিংসতার পর থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকার কোনারপাড়া সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয় বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা। এখনও সেখানে চার হাজারের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।

“সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের পর এসব রোহিঙ্গাদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমারের বিজিপি।”

এছাড়া বৈঠকে সীমান্তের নানা সমস্যা ও সমাধানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফলপ্রসূত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বিজিবি কমান্ডার বলেন, তাছাড়া বৈঠকে উভয় সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত যৌথ টহল, ইয়াবাসহ মাদক পাচার রোধ, সীমান্ত পরিস্থিতি এবং তথ্য আদান-প্রদানসহ সীমান্তে দুদেশের মধ্যে আন্তরিকতাপূর্ণ আচরণে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের পক্ষে ইয়াবাসহ অন্যান্য মাদকের বিষয়টি জানানো হলে মিয়ানমারের পক্ষ থেকে মাদক রোধে সহায়তার আশ্বাস দেওয়া হয় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

রকিবুল্লাহ বলেন, বৈঠকে বিজিপি মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠির সদস্যদের এদেশের সীমান্তবর্তী এলাকায় আনাগোনা থাকার অভিযোগ তুললে তা অস্বীকার করে, সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে বাংলাদেশ জিরো-ট্রলারেন্স নীতিতে অবস্থান নিয়েছে বলে জানায় বিজিবি।

তাছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্কোন্নয়নে রিজিওয়ন ও ব্যাটালিয়ন পর্যায়ে নিয়মিত সৌজন্য পতাকা বৈঠকের বিষয়ে দুইপক্ষ সম্মত হয়েছে জানিয়ে বিজিবির রিজিওয়ন কমান্ডার বলেন, আগামী ডিসেম্বরে মিয়ানমারের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে রিজিওয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আশ্বাস দিয়েছে মিয়ানমার।

বৈঠকে বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার রিজিওয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিবুল্লাহ। মিয়ানমারের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির মংডু রিজিওয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাউন টিও।