ময়মনসিংহে ‘ঘুষের টাকাসহ’ অডিটর আটক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এক অডিটরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের খবর দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদকও ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 12:30 PM
Updated : 28 June 2018, 01:12 PM

কমিশনের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার রাউতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের কাছে তার স্কুলের শিক্ষকদের এরিয়ার বিল দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ চান অডিটর হাসেন আলী। প্রধান শিক্ষক বিষয়টি দুদককে জানান।

“বৃহস্পতিবার দুপুরে ঘুষের টাকা দিতে হিসাবরক্ষণ কার্যালয়ে যান প্রধান শিক্ষক। এ সময় শিক্ষক সেজে ছদ্মবেশে একজন দুদক কর্মকর্তাও তার সঙ্গে যান। টাকা দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।”

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই প্রধান শিক্ষক বিল পেতে বিলম্ব হওয়ায় হিসাব রক্ষণ কার্যালয়ে যোগাযোগ করেন।

“তখন অডিটর হাসান তাকে বলেন, এভাবে খালি হাতে কি এরিয়ার বিল পাস করা যায়? তিনি তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে তিনি নিরুপায় হয়ে ১০ হাজার টাকা ঘুষ দিতে রাজি হন।”

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।