পিটুনিতে মৃত্যুর অভিযোগে কথিত কবিরাজ আটক

ফেনীর ফুলগাজী উপজেলায় পিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে কথিত কবিরাজক আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 12:12 PM
Updated : 28 June 2018, 12:12 PM

নিহত আলমগীর হোসেন (৩৫) পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের কালাচান মজুমদারের ছেলে।

ফুলগাজী থানার পরিদর্শক পান্নালাল বড়ুয়া জানান, অভিযোগ পেয়ে বৃহস্পতিবার শহীদ উল্লাহ (৫২) নামে কথিত এক কবিরাজকে তারা আটক করেছেন।

নিহত আলমগীরের আত্মীয় জহিরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আলমগীর কয়েক দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন।

“খবর পেয়ে শহীদ উল্লাহ এসে আলমগীরকে জিনে ধরেছে বলে গাছের ডাল দিয়ে পিটিয়ে জিন তাড়াতে শুরু করেন। একপর্যায়ে আলমগীর অজ্ঞান হয়ে পড়লে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।”

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নাসরিন আক্তার বলেন, “হাসপাতালে আনার আগেই নির্যাতনের ফলে তিনি মারা যান।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায় আর শহীদ উল্লাহকে আটক করে।

পরিদর্শক পান্নালাল বলেন, “হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ভণ্ড কবিরাজ শহীদ উল্লাহকে আটক করেছে।”

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।