কক্সবাজারে বিজিবি-বিজিপির সৌজন্য বৈঠক

কক্সবাজারে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী বিজিপির আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 08:47 AM
Updated : 28 June 2018, 08:47 AM

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বিজিবির কক্সবাজার অঞ্চলের সদর দপ্তরে এ বৈঠক হয় বলে জানান ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পক্ষে নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিবুল্লাহ। আর মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির মংডু রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাউন টুও।

“বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তথ্য বিনিময়, নিয়মিত যৌথ টহল, ইয়াবাসহ মাদকপাচার প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে দ্বি-পাক্ষিক আলোচনা হয়।”