চাঁপাইনবাবগঞ্জে ৩ ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জিহাদি বইসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 07:01 AM
Updated : 28 June 2018, 07:07 AM

বৃহস্পতিবার র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের রাতে উপজেলার চটিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা গ্রামের মো. বিশারদ আলীর ছেলে মো. হারুনর রশিদ (৪৮), চাকলা গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৫৬) ও কয়লাদিয়াড় গ্রামের শামসুদ্দীনের ছেলে গোলাম আজম (৩৯)।

র‌্যাব বলছে, তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সক্রিয় সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫মে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার চটিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে চারটি জিহাদি বই, দুটি জিহাদী ম্যাগাজিন, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, দুটি টর্চলাইট, দুটি গ্যাস লাইটার ও দুটি মোমবাতি উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।