গাছে বেঁধে দিনমজুর নির্যাতন: মাদ্রাসা শিক্ষক রিমান্ডে

শেরপুরের ঝিনাইগাতীতে দিনমজুরকে নির্যাতনের মামলায় প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 03:52 PM
Updated : 27 June 2018, 03:54 PM

আদালতের সিএসআই আব্দুল হামিদ জানান, বুধবার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেনের সাত দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুন্নিছা খানম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুর রশিদ (৫০) পশ্চিম বাকাকুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং নাচনমুহুরি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

গাছ কেটে নেওয়ার অভিযোগ তুলে রশীদ ও তার পরিবারের সদস্যরা শনিবার পশ্চিম বাঁকাকুড়া গ্রামের দিনমজুর আনিসুর রহমান আনিসকে (৩০) গাছে বেঁধে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা মারধরের ভিডিও ছড়িয়ে দেয়।

এ ব্যাপারে সোমবার ওই দিনমজুরের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আব্দুর রশীদ মাস্টার, তার ছেলে ও স্ত্রীসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার পর মঙ্গলবার ভোরে রশীদকে গ্রেপ্তার করে পুলিশ।