প্রশ্ন ফাঁস: বরিশালে পলিটেকনিকের ৫ ছাত্র আটক

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বরিশালের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচ ছাত্রকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 02:41 PM
Updated : 27 June 2018, 02:44 PM

বরিশাল বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে নগরীর কাশিপুরে ছাত্রদের তিনটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে সন্ধ্যায় জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে প্রশ্ন ফাঁসের বিষয়টি জানতে পারে পুলিশ।

আটককৃতরা হলেন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৯), আবু নাঈম (২০), আমিমুল ইসলাম ওরফে নাছিম (২০), সাব্বির হোসেন ওরফ সোহেল (২০) ও তারেক রহমান (১৯)।

এছাড়া জাহিদ ইসলাম (২০) নামে একজন পলাতক রয়েছে।

ওসি আনোয়ার বলেন, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল বুধবার। মঙ্গলবার রাতে প্রশ্ন ফাঁসের বিষয়টি জানতে পেরে অভিযানে নামে পুলিশ।

“পরে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন তিনটি মেসে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।তাদের কাছ থেকে প্রশ্নপত্রের হাতে লেখা কপি এবং মোবাইল ফোনে ধারণ করা ছবি পাওয়া যায়।”

যাচাই-বাছাইয়ের জন্য উদ্ধার হওয়া প্রশ্নের কপি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হলে, তারা মূল প্রশ্নের সঙ্গে মিল পাওয়ায় পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করে বলে জানান ওসি।