ঝালকাঠিতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ঝালকাঠিতে ফুটবল খেলা শেষে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 01:35 PM
Updated : 9 Feb 2019, 08:18 AM

মৃত তৃষা আক্তার (১১) শহরে শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।শহরের শেখ মুজিব সড়কের তাহাজ্জুত রাজার মেয়ে সে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়াদুজ্জামান জানান।

তাহাজ্জুত রাজা বলেন, শহরের শেখ রাসেল স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা ছিল। শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের মধ্যে খেলা হয়।

“তবে খেলা শেষে তৃষা ও তার সহপাঠীরা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় এক পর্যায় তৃষা পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে।”

উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার আধা ঘণ্টা আগেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় খেলায় অংশ নেওয়া শিশুদের নিরাপত্তার ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনায় শিক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে আমি জানতে পেরেছি খেলা শেষে বালিকাদের শিক্ষকরা স্কুলে নিয়ে আসেন। পরে স্কুল ছুটি দিয়ে তাদের বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্কুল থেকে বাড়ি না গিয়ে কেউ কেউ হয়ত পুকুরে গোসলে যায়।”

তারপরও শিক্ষকদের অবহেলা রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।