ফেন্সী হত্যা: মেডিকেল ছাত্রের স্বীকারোক্তি

চাঁদপুরে আওয়ামী লীগ নেত্রী শাহিন সুলতানা ফেন্সী হত্যার ঘটনায় এক মেডিকেল ছাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 12:49 PM
Updated : 29 June 2018, 02:27 PM

জেলার পুলিশ সুপার শামসুন্নাহার জানান, রাকিবুল হাসান (২৩) নামে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের এই ছাত্র বুধবার চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দেন।

রাকিবুলের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়িকান্দি গ্রামে।

গত ৪ জুন চাঁদপুর শহরে নিজ বাসভবন থেকে ফেন্সীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আইনজীবী জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার বলেন, “জবানবন্দি দেওয়া রাকিবুল জুলেখার চাচাত ভাই। রাকিবুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জহিরুল ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখার সম্পৃক্ততা রয়েছে। তদন্তের স্বার্থে এখন বেশি কিছু বলা যাবে না।”

নিহত ফেন্সী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।