নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে বুলবুলের পদত্যাগ

নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 11:37 AM
Updated : 27 June 2018, 11:37 AM

বিধি অনুযায়ী বুধবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

বুলবুল বলেন, “নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছি। মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে নির্বাচনকালীন ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ দেবে।”

রাজশাহী নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল আসন্ন সিটি নির্বাচনে দলের মেয়রপ্রার্থী।

তিনি বলেন, সোমবার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দাখিলের শেষ দিন বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

২০১৩ সালের ১৫ জনু রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন বুলবুল।

এর আগে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটনের কাছে পরাজিত হন তিনি।

তফসিল অনুসারে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আগামী ৩০ জুলাই সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।