শেরপুরে জেএমবি সদস্যকে ২১ বছর কারাদণ্ড

শেরপুরে এক জেএমবি সদস্যকে বিস্ফোরক মামলায় পৃথক দুটি ধারায় ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 11:29 AM
Updated : 27 June 2018, 11:39 AM

শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ১-এর বিচারক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এম এ নূর বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আবুল কাশেম ওরফে আবু মোসাব (২২) জেলার নকলা উপজেলার হুজুরিকান্দা গ্রামের শফিউল হকের ছেলে।

রায় ঘোষণার সময় মোসাব আদালতে ছিলেন।

শেলপুর আদালতের পিপি অরুণ কুমার সিংহ মামলার নথির বরাতে বলেন, ২০১৭ সালের ৫ অক্টোবর রাতে নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারের গুদাম থেকে বিস্ফোরক তৈরির বিভিন্ন পদার্থ জব্দ করে পুলিশ। এগুলো দুর্গাপূজা উপলক্ষে নাশকতা সৃষ্টির উদ্দেশে জড়ো করা হয় বলে অভিযোগ ছিল।

এ ঘটনায় নকলা থানার এসআই আব্দুস সাত্তার গুদাম ভাড়াকারী আবুল কাশেম (২২), ফয়েজ উদ্দিন (৩৩) ও গুদাম মালিক মিনারা বেগম (৩২) ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা শুধু আবুল কাশেমের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে।

পিপি অরুণ বলেন, আদালত একটি ধারায় মোসাবকে ১৪ বছর ও আরেকটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়া দুটি ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।