মাদকবিরোধী অভিযানে খুলনায় নিহত ২

আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানের মধ্যে আরও দুইজন গুলিতে নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 03:42 AM
Updated : 27 June 2018, 03:42 AM

মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে খুলনা নগরীর বাগমারা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ওই দুইজন নিহত হয়।

এরা হলেন- খুলনা সদরের বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।

তাদের দুজনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে খুলনা সদর থানার ওসি হুমায়ুন কবিরের ভাষ্য।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নিয়ে রাত সোয়া ৩টার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ওই দুইজন নিহত হয়।”

ওসি বলছেন, এ অভিযানে পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০টি ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। 

প্রধানমন্ত্রীর নির্দেশে মে মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রায় প্রতি রাতেই ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর দিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনায় গত এক মাসে দেড় শতাধিক নিহত হয়েছে।