সাতক্ষীরায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন ও আরও একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 02:30 PM
Updated : 26 June 2018, 02:30 PM

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত হায়দার আলী সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আমের আলীর ছেলে।তাছাড়া অন্য একটি ধারায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৪ বছরের দণ্ডপ্রাপ্ত জিয়ারুল ইসলাম একই গ্রামের জাহাবক্সের ছেলে।

কারাদণ্ডের পাশাপাশি দুইজনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিশেষ পিপি জহুরুল হায়দার বাবু জানান।

আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইমন হোসেন নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে বিশেষ পিপি জানান, আসামি হায়দার আলী, জিয়ারুল ইসলাম ও ইমন হোসেন ২০০৭ সালের ১৩ মার্চ প্রতিবেশী এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর দিন ওই কিশোরীর পরিবারের সদস্যরা হায়দারের বাড়িতে গেলে মেয়েকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছে জানিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার পর ২১ মার্চ হায়দারের বাড়ি থেকে ওই কিশোরী ও নোটারি পাবলিকের কাগজপত্র উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

২০০৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।