ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

অবৈধ অস্ত্র রাখায় ঝালকাঠিতে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 01:40 PM
Updated : 26 June 2018, 01:40 PM
দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান স্বপন সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রয়াত মতিউর রহমান খানের ছেলে।

ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান মঙ্গলবার বিকালে আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবনের পাশাপাশি অন্য একটি ধারায় স্বপনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুই দণ্ডের কারাভোগ একইসঙ্গে চলবে জানিয়েছন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এম আলম খান কামাল।

মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৪ সালে ৭ জানুয়ারি বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে স্বপনকে আটক করে। পরে স্বপনের দেওয়া তথ্যে তার বাড়ি থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাবের-৮ এর ডিএডি মশিউর রহমান বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ জানুয়ারি স্বপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।