নোয়াখালীতে ২০ কিলোমিটার খাল সংস্কার

নোয়াখালীতে গৃহীত খাল সংস্কার কর্মসূচির আওতায় ২০ কিলোমিটার সংস্কার শেষ হয়েছে।

আবু নাছের মঞ্জু, নোয়াখালীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 10:38 AM
Updated : 25 June 2018, 10:39 AM

বিএডিসির ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ জেলায় চার বছরে দেড়শ কিলোমিটার খাল সংস্কার ও পুনর্খননের কাজ চলছে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নূরনবী বলেন, দেড়শ কিলোমিটারের মধ্যে ইতোমধ্যেই ২০ কিলোমিটার খাল পুনর্খনন ও সংস্কারের কাজ শেষ হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে সুবর্ণচর উপজেলার বাতানখালী খালের সাড়ে চার কিলোটিমটার, চর আলাউদ্দিন খালের ছয় কিলোমিটার ও বেগমগঞ্জে বেরাজখালী খালের পাঁচ কিলোমিটার। এছাড়া এক-দেড় কিলোমিটার করে সংস্কার হয়েছে কয়েক জায়গায়।

প্রকল্পটি এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।

সুবর্ণচরের চরবাটা এলাকার কৃষক আবুল কালাম জানান, “বর্ষায় জমিতে অধিক পানি থাকায় চাষ করতে পারি না। আবার শুকনো মৌসুমে পানির অভাবে ফসলহানি হয়। খাল সংস্কারের পর ভাল ফসল হওয়ার আশায় রয়েছে এলাকাবাসী।”

চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, এলাকার বেশির ভাগ খাল অবৈধ দখল ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অস্তিত্ব হারাতে বসেছে। ফলে বর্ষাকালে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও গ্রীষ্মে সেচ সংকট দেখা দেয়। এ কারণে বেশির ভাগ জমিতে একটির বেশি ফসল হয় না।

“খালগুলো অবৈধ দখল থেকে মুক্ত করে সংস্কার করা হচ্ছে। সংস্কার শেষ হলে চাষিরা তিনটি ফসল পাবে বলে আশা করা হচ্ছে।”