মেঘনায় নিখোঁজ লঞ্চ কর্মচারীর লাশ উদ্ধার

চাঁদপুরের মেঘনায় দুইদিন আগে নিখোঁজ এক লঞ্চ কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 07:11 AM
Updated : 25 June 2018, 07:43 AM

মৃত মো. সেলিম মিয়ার (৩৫) বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায়।

সোমবার সকালে শহরের বড়স্টেশন এলাকায় মেঘনা নদী থেকে সেলিমের লাশ উদ্ধার করা হয় বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো.ওয়ালি উল্লাহ ওলি জানান।

চাঁদপুর লঞ্চঘাটের লঞ্চ মালিক প্রতিনিধি আলী আজগর সরকার বলেন, গত শনিবার বিকেল ৩টায় এমভি ‘ইমাম হাসান’ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর ঘাটে পৌঁছায়।

এ সময় লঞ্চের একটি পাখায় জাল জড়িয়ে বন্ধ হয়ে গেলে চালক মো. সগির হোসেন ও লঞ্চের গ্রিজার (লঞ্চের কর্মচারীদের একটি পদ) সেলিম তা সরানোর জন্য নদীতে নামেন।

কাজ শেষে সগির তীরে উঠতে পারলেও সেলিম নিখোঁজ হন বলে জানান আজগর।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম.এনায়েত উল্লাহ বলেন, খবর পেয়ে কোস্টগার্ডের ডুবুরিরা সেলিমের খোঁজে শনিবার রাতে ও রোববার সকালে মেঘনায় কয়েক দফা তল্লাশি চালায়। কিন্তু সেলিমের কোনো হদিস মেলেনি।

সকালে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে তানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি ওয়ালি জানান।