সিরাজদিখানে স্কুলের মেঝে ধসে প্রধান শিক্ষকসহ আহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের মেঝে ধসে প্রধান শিক্ষকসহ তিনজন আহত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 02:37 PM
Updated : 24 June 2018, 02:59 PM

রোববার দুপুরে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রানী সরকার জানান।

আহতরা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মহিউদ্দিন আল হোসানী ও কেয়াইন ইউপির সাবেক সদস্য নুরুল ইসলাম। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সবিতা রানী বলেন, শনিবার দুপুরে ওই কক্ষের কিছু অংশ ধসে যায়। খবর পেয়ে রোববার সেখানে পরিদর্শনে যান।

এ সময় হঠাৎ করে আবার ফ্লোরের কিছু অংশ ধসে পড়ে। এসময় তার সঙ্গে থাকা এবিএম মহিউদ্দিন আল হোসানী, নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম গর্তে পড়ে আঘাতপ্রাপ্ত হন বলে জানান তিনি।

সিরাজদিখান উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য এলাকাবাসী একটি ড্রেন তৈরি করে। কিন্তু দীঘদিন ধরে ওই ড্রেনের পানি ওই কক্ষের নিচে দিয়ে যাওয়ায় বালি সরে গিয়ে ফাঁকা হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।