সিটি নির্বাচন: রাজশাহীতে আ.লীগ প্রাথী লিটনের মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 01:40 PM
Updated : 24 June 2018, 01:40 PM

রোববার পর্যন্ত এক মেয়র প্রার্থীসহ ২০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান জানান।

লিটন ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর পদে ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেনে। যাদের মধ্যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, রোববার মেয়র পদে খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী।

মনোনয়নপত্র সংগ্রহ বিষয়ে নওশের আলী বলেন, “খায়রুজ্জামান লিটন ঢাকায় থাকার কারণে তিনি নির্বাচন কার্যালয়ে যেতে পারেন নি। তাই তার পক্ষে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”

তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তিনি থাকবেন বলে জানান নওশের আলী।

আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।