যশোরে বজ্রপাতে নিহত ২

যশোরের মনিরামপুর উপজেলায় পৃথক বজ্রপাতে কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিযশোর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 01:26 PM
Updated : 24 June 2018, 01:26 PM

আর মনিরামপুরে একটি ও নীলফামারীর সৈয়দপুরে তিনটি গরুও মারা গেছে বজ্রপাতে।

মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার মুজিবর রহমান জানান, রোববার দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠে গরু আনতে যান খড়িঞ্চি গ্রামে কৃষক আতিয়ার রহমান (৬০)। এ সময় বজ্রপাতে একটি গরুসহ তার মৃত্যু হয় ওই মাঠের মধ্যে।

প্রায় একই সময় উপজেলার গংড়া গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় নিমাই ঘোষের স্ত্রী কল্পনা ঘোষ বজ্রপাতে মারা যান বলে জানান মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন।

একই দিন সকালে নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে এক কৃষকের তিনটি গাভির মৃত্যু হয়েছে।

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক হানিফ উদ্দিনের গোয়ালঘরে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গোয়ালের তিনটি গাভির মৃত্যু ঘটে।

গাভি তিনটির দাম প্রায় দেড় লাখ টাকা বলে জানান চেয়ারম্যান।