হাসেমকে চাপা দেওয়া সেই পিকআপে মিলল ফেন্সিডিল

ঢাকার সাভারে আবুল হাসেমকে চাপা দেওয়া সেই পিকআপে ৫৫০ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 10:22 AM
Updated : 24 June 2018, 10:43 AM

সাভার থানার পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, “আটক পিকআপটি থানায় এনে তল্লাশি করতে গিয়ে ফেন্সিডিলের খোঁজ মেলে।”

রোববার সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ওই পিকআপ একটি মোটরসাইকেলকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়।

এতে মোটরসাইকেল-আরোহী আবুল হাসেম (৪০) ঘটনাস্থলেই মারা যান। ফরিদপুরের হাসেম হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ভাড়া ভাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।

পরিদর্শক সাজ্জাদ বলেন, দুর্ঘটনার পর ঢাকাগামী পিকআপটি জনতার ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে এর মাথা ভেঙে যায়। এ সময় পিকআপ থেকে নেমে পালিয়ে যায় এর চালকসহ দুইজন।

“পিকআপটি থানায় এনে তল্লাশি করতে গিয়ে ইঞ্জিন কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৫০ বোতল ফেন্সিডিল দেখা যায়।”

তবে ফেন্সিডিলগুলো কোথা থেকে নেওয়া হচ্ছিল সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।