পদ্মার হুমকির মুখে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক

পদ্মার ভাঙনে হুমকির মুখে পড়েছে ফরিদপুর সদরের সঙ্গে চরভদ্রাসন উপজেলায় যোগাযোগের প্রধান সড়কটি।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 06:30 AM
Updated : 24 June 2018, 07:25 AM

এমপিডাঙ্গী গ্রামে পদ্মা এখন ফরিদপুর-চরভদ্রাসন সড়ক থেকে মাত্র ১০-১২ গজ দূর দিয়ে বয়ে যাচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় দৈনিক পদ্মার দিকে তাকিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।

ওই এলাকার ওয়াছেল উদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত এক সপ্তাহ ধরে পদ্মা যেভাবে ভাঙছে তাতে এই মুহূর্তে ব্যবস্থা না নিলে সড়কটি রক্ষা পাবে না।”

ভাঙনরোধে রাজনীতির লোকেরা কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

এমপিডাঙ্গীর বাসিন্দা ইছাহাক শেখ বলেন, “রাজনীতির নেতারা স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। কেউ কোনো কাজ করেননি।”

সড়কটি ভেঙে গেলে আশপাশের স্কুল, মসজিদ, মাদ্রাসা ও শত শত পরিবার বাস্তুচ্যুত হবে বলে সতর্ক করেছেন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাদ খান।

তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড থেকে আশু কোনো আশাব্যঞ্জক পদক্ষেপ নেওয়ার লক্ষণ নেই।

বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “ওই এলাকায় পদ্মাপারে আড়াই কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৩৩৭ কোটি টাকার একটি প্রকল্প গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

প্রকল্প পাস হবে। তারপর কাজ শুরুর প্রক্রিয়া। আগামী শীত মৌসুমে কাজ শুরু হতে পারে বলে মনে করেন প্রকৌশলী সুলতান।