পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
Published : 24 Jun 2018, 01:46 AM
নিহত নিজাম মণ্ডল (৪৫) আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুরের বাসিন্দা।
তার বিরুদ্ধে পুলিশ হত্যাসহ সাতটি হত্যা মামলা রয়েছে বলে সুজয়নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাত ১টার দিকে ঢালারচরে ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে নিজামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, ২০১০ সালে ওই এলাকায় গুলি চালিয়ে চার পুলিশ সদস্যকে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নিজাম মণ্ডল। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাতটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে।