সাভারে ‘বাবা-মাকে মারধরে বাধা দেওয়ায়’ কুপিয়ে জখম

ঢাকার সাভারে ‘বাবা-মাকে মারধরে বাধা দেওয়ায়’ এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 01:55 PM
Updated : 22 June 2018, 02:07 PM

আহত আছমত আলীকে (৫৫) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন আছমত আলী বলেন, মজিদপুর মহল্লার শরীফ পালোয়ানের ছেলে শহিদ পালোয়ান (৪৫) ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছেন।

“আমি ও এলাকার স্থানীয় কয়েকজন এসব অপকর্মে বাধা দিলে শহিদ আমাদের হত্যার হুমকি দেয়। বৃহস্পতিবার রাতে মজিদপুর রোড দিয়ে হেঁটে যাওয়ার পথে পুরুষ-মহলিার ডাক-চিৎকার শুনতে পাই। তখন আমিসহ পথচারীরা কয়েকজন ঘটনাস্থলে যাই। দেখি যে শহিদ তার বাবা ও মাকে মারধর করছে। আমরা বাধা দিলে শহিদ ও তার লোজন আমাদের ওপর হামলা চালায়।”

শহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার থানার ওসি মোহসিনুল কাদির বলেন, “শহিদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছিনতাই, চুরিসহ মানুষকে মারধরের একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

আহত আছমত আলীর জামাতা সেলিম পারভেজ থানায় মামলা করেছেন বলে জানান ওসি মোহসিনুল।