কুড়িগ্রামে শিশু হত্যা মামলায় চাচির যাবজ্জীবন

কুড়িগ্রামে ভাসুরের ছেলেকে হত্যা মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 12:47 PM
Updated : 21 June 2018, 12:47 PM
বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আখতার উল আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বেলী রানী দাস (৩৫) কুড়িগ্রাম পৌর এলাকার গোড়স্থান পাড়ার তুলসা রবিদাসের স্ত্রী।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম আব্রাহাম লিংকন জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৪ সালের ২০ এপ্রিল চাচি বেলীরানী দাসের সঙ্গে বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি মোহন্ত রবিদাস (১২)। পরদিন রাতে পার্শ্ববর্তী হরিকেশ মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলামের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তার বাবা পরেশ রবিদাস বাদী হয়ে ছোটভাইয়ের স্ত্রী বেলি রানী দাসকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।