গোপালগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনের নজরুল সম্মিলন

গোপালগঞ্জ শহরে শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মিলন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 12:29 PM
Updated : 21 June 2018, 12:29 PM

নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক রেজাউদ্দিন স্টালিন বুধবার গোপালগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান।

শুক্রবার এই সম্মিলন শুরু হবে।

রেজা বলেন, বিশেষ বিশেষ জেলায় জাতীয় নজরুল সম্মিলন আয়োজন করা হয়। গোপালগঞ্জ জাতির পিতার জেলা। এ জেলা বিশেষ গুরুত্ব বহন করে।

সম্মিলন উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের নাতি খিল খিল কাজীসহ রাজনৈতিক-সাংস্কৃতিক অঙ্গনের অতিথিরা থাকবেন বলে জানান রেজাউদ্দিন।

তিনি বলেন, প্রতিদিনই আলোচনা সভায় নজরুল গবেষক ও দেশবরেণ্য ব্যক্তিবর্গ অংশ নেবেন। এছাড়া থাকবে নজরুলসংগীতের আয়োজন। তাতে দেশের খ্যাতিমান নজরুলসংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করবেন।