চুয়াডাঙ্গায় মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 08:37 AM
Updated : 21 June 2018, 08:50 AM

নিহত হৃদয় হোসেন (২৬) দর্শনা শান্তিপাড়ার বাচ্চু হোসেনের ছেলে।

তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ গিয়ে দর্শনা পরানপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে।

“তার বুকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা রাতে তাকে গুলি করে হত্যা করে লাশ ফেলে গেছে।”

তার নামে থানায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক বিক্রিসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত এক মাসে মাদকবিরোধী অভিযানে দেড় শতাধিক নিহত হয়েছে। চলমান মাদকবিরোধী অভিযানের শুরুতে অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ‘মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর আইনশৃঙ্খলা বাহিনী দিচ্ছিল।

তা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলার পর ‘মাদক বিক্রেতাদের নিজেদের গোলাগুলিতে’ নিহতের কথাই বেশির ভাগ ক্ষেত্রে বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

এছাড়া প্রায়ই মাদক বিক্রেতাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর আসছে গণমাধ্যমে।