খুলনায় বাস ডোবায়, নিহত ৫

ছাদে বসে দিনমজুরির কাজে যাওয়ার সময় খুলনায় বাস ডোবায় পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 07:45 AM
Updated : 21 June 2018, 10:00 AM

জেলার ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন জানান, অন্য একটি বাসকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন - খুলনার কয়রা উপজেলার উত্তর খেওনা এলাকার শরিফুল ইসলাম (৩৮) ও মোস্তফা গাজী (৪০)।

নিহতরা সবাই বাসটির ছাদে বসে খুলনায় দিনমজুরির কাজে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি হাবিল বলেন, মৌমিতা নামের বাসটি ভেতরে ও ছাদে করে যাত্রী নিয়ে পাইকগাছা থেকে খুলনা যাচ্ছিল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ডুমুরিয়াগামী অন্য একটি বাসকে জায়গা দিতে গিয়ে মৌমিতার চালক নিয়ন্ত্রণা হারালে ডোবায় পড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। তারা সবাই খুলনায় দিনমজুরির কাজে যাচ্ছিলেন।”

এছাড়া এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন বলে তিনি জানান।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে জানিয়ে ওসি হাবিল বলেন, আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত পাঁচজনের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের রাখা হয়েছে।