গাজীপুর সিটি নির্বাচন: প্রচারে আবার সরগরম প্রার্থীরা

বেশ কিছুদিন বন্ধ থাকার পর গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আবার প্রচারে নেমেছেন।

আবুল হোসেন গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 04:40 PM
Updated : 19 June 2018, 04:40 PM

সোমবার থেকে দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়। আগামী ২৬ জুন ভোট গ্রহণের দিন।

এর আগে ১৫ মে ভোট হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা নিয়ে রিট হলে আদালত তা স্থগিত করে। পরে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করলে নির্বাচন কমিশন ২৬ জুন ভোটের নতুন দিন ঠিক করে। স্থগিত হওয়ার পর থেকে প্রচার বন্ধ ছিল। নতুন তারিখ হওয়ার পর ১৮ জুন আবার প্রচার শুরুর তারিখ ঠিক হরা হয়। 

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা  নাওয়া খাওয়া ভুলে বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন।

বিশেষ করে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকারের প্রচার চোখে পড়ার মতো।

জাহাঙ্গীর আলমের গণসংযোগ

আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মঙ্গলবার নগরীর ১ নম্বর থেকে ১২ নম্বর ওয়ার্ডে স্কয়ার গেট, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, তুরাগ ঈদগাহ মাঠ, হাতিমারা ঈদগাহ মাঠ, কালের ভিটা, মেঘলাল, নছর মার্কেট, মিতালী ক্লাব, আমবাগ পূর্বপাড়া, মন্ত্রী মার্কেট, জেল খানা রোড, কেয়া স্পিনিং, নোয়াব আলী মার্কেটসহ ১৫টি পথসভায় বক্তব্য রাখেন।

সকাল ১০টায় তিনি নগরীর ৬ নম্বর ওয়ার্ডের কাশিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন।

প্রচারে জাহাঙ্গীর আলমের সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খান, রেজাউল করিম মন্ডল, আশরাফুল আলম আসকর, আনোয়ার হোসেন, আক্কাছ আলী, শরবেশ আলী, আব্দুর রহমান মাষ্টার, খলিলুর রহমান, রেজাউল করিম রাসেল, মাহবুবুর রহমান, সোহরাব উদ্দিন সরকার, সায়মন সরকার প্রমুখ।

এছাড়া জাহাঙ্গীর আলমের পক্ষে গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. আখতারউজ্জামানের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা নগরীর পূবাইল বাজার, মেঘডুবি, হায়দারাবাদ, মাঝুখান, কুদাব, খিলগাঁও ও মীরের বাজারে দিনব্যাপী গণসংযোগ ও প্রচার চালান।  

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক কামরুন নাহার চাঁপা, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আমানত হোসেন খান প্রমুখ নেতৃবৃন্দ।

বিকালে নগরীর উত্তর ছায়াবিথী এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের বাসভবনে কেন্দ্রীয় সংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় ইকবাল হোসেন সবুজ, জেলা আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দেলু ও জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

হাসান উদ্দিন সরকারের গণসংযোগ

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার মঙ্গলবার সকালে নগরীর ৩২,৩৩,৩৫ নম্বর ওয়ার্ডে গাছা, ইশড্ডা, জাঝর, অ্যারাবিয়ান গার্মেন্ট, বটতলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

বিকালে তিনি টঙ্গীর টিএন্ডটি, শিলমুন, মরকুন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

পথসভা ও গণসংযোগে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা মোশরাফ হোসেন খান, সাখাওয়াত হোসেন সেলিম, মনিরুজ্জামান লাবলু, ফারুক হোসেন খান, ইদ্রিস খান, জাহাঙ্গীর হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক গণসংযোগ করে ধানের শীষে প্রতীকে ভোট চেয়েছেন।

এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হাড়িনাল, ১৯ নম্বর ওয়ার্ডের কাউলতিয়ায় শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূইয়া, ২৬ নম্বর ওয়ার্ডে রফিক শিকদার, ২৯ নম্বর ওয়ার্ডে শামা ওবায়েদ, ১ নম্বর ওয়ার্ডে গৌতম চক্রবর্তী, ২ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ গণসংযোগ করেন।