গাজীপুরে ৬ দিনের ইভিএম ভোটিং শিক্ষা কার্যক্রম

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণের জন্য ছয় দিনের একটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 04:05 PM
Updated : 19 June 2018, 04:05 PM

নির্বাচন কমিশন থেকে ৪৮ জনের একটি প্রশিক্ষিত দল মঙ্গলবার গাজীপুরে ইভিএম ভোটিং প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন বলে জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

রকিব উদ্দিন বলেন, ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ছয়টি কেন্দ্রের আওতায় ১২টি জনসমাগম স্থানে জনসচেতনতা ও ভোটিং শিক্ষা প্রদান এবং প্রদর্শনীর কার্যক্রম চলবে।

এছাড়া ২৪ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছয়টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ২৫ জুন অর্থাৎ ভোটের আগের দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্রসমূহের ভোটারদের সম্পৃক্ত করে ভোটগ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি টিমের সমন্বয়ে মক ভোটিং অনুষ্ঠিত হবে।

আহামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।