পদ্মা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে ঢাকার এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 02:38 PM
Updated : 19 June 2018, 02:41 PM

মঙ্গলবার মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত মো. রাকিব হাসান (১৮) যাত্রাবাড়ি বড় মাদ্রসায় হাফেজির ছাত্র এবং রাজধানীর কদমতলীর শনির আখড়ার তৈয়ব আলী শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে লৌহজং থানার ওসি লিয়াকত আলী জানান, ঈদের ছুটিতে রাকিব হাসান ও তার আট বন্ধু ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসে বিকালে পদ্মায় গোসল করতে নামেন। এ সময় অন্য বন্ধুরা পুরাতন ঘাটের কাছে ঘোরাঘুরি করছিলেন।

ওসি লিয়াকত বলেন, রাকিবসহ তিনজন পুরাতন ফেরি ঘাট এলাকায় নদীর তীরে রাখা কার্গো জাহাজের রশি ধরে পদ্মায় গোসল করতে নামেন।

“এ সময় নদীতে বেশ স্রোত থাকায় রশি থেকে হাত ছুটে গেলে রাকিব ভেসে যান এবং নিখোঁজ হন। এ সময় তার বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেননি।”

ওসি বলেন, খবর পেয়ে মাওয়া নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। শিমুলিয়া ফেরিঘাটে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকার একটি অতিরিক্ত ফায়ার সার্ভিসের দলও সেখানে ছুটে যায়।

“পরে ডুবুরি মাহবুব আলমের নেতৃত্বে খুঁজাখুজির পর ঘটনাস্থলের পাশে একটি ড্রেজারের নিচ থেকে রাকিব হাসানের মরদেহ উদ্ধার করা হয়।”

পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।