রূপগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে ২ যুবক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ দুই জন নিহত হয়েছেন; আহত হয়েছে অন্তত ১০ জন। 

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 12:12 PM
Updated : 19 June 2018, 12:12 PM

মঙ্গলবার উপজেলার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন চাঁদপুর সদরের রনাগল এলাকার হারুন মিয়ার ছেলে লেগুনা চালক সোহেল মিয়া (২৫) এবং রূপগঞ্জ উপজেলার পাতাই খাঁ এলাকার মৃত সামাদ ভূঁইয়ার ছেলে ফল ব্যবসায়ী হাসান ভূঁইয়া (২৯)।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার এসআই রিপন মিয়া বলেন, সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ফলবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেলে লেগুনার চালক সোহেল মিয়া ও ফল ব্যবসায়ী হাসান ভূঁইয়ার মৃত্যু হয় ঘটনাস্থলে।”

দূর্ঘটনার পর বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায় বলে জানান এসআই রিপন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কাইয়ুম জানান, দূর্ঘটনার পর কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ এবং দূর্ঘটনা কবলিত বাস ও লেগুনা উদ্ধার করে। দূঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। স্বজনদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।