ব্রাজিল-সুইজারল্যান্ড সমর্থকের সংঘর্ষ নোয়াখালীতে

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও সুইজারল্যান্ড খেলা চলাকালে নোয়াখালীতে দুদল সমর্থকের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 03:05 PM
Updated : 18 June 2018, 03:05 PM

রোববার রাতে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে রয়েছেন রুবেল, বেলাল হোসেন (২৭), তার ভাতিজা মোরশেদ আলম (৩০) ও ভাই মাসুদ আলম।

তাদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সেনবাগ থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, রোববার রাতে কেশারপাড় ইউনিয়নের দক্ষিণপাড়া ক্লাবঘরে ব্রাজিল ও সুইজারল্যান্ডের খেলা চলছিল।

“খেলার এক পর্যায়ে দুদলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।”

ওসি বলেন, এক পর্যায়ে সুইজারল্যান্ডের সমর্থক রুবেল ও তার সহযোগীরা ব্রাজিল সমর্থক চা দোকানি বেলাল হোসেন, তার ভাতিজা মোরশেদ আলম ও ভাই মাসুদ আলমসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বলে স্থানীয়রা জানায়।

“পরে ব্রাজিল সমর্থকরা সংগঠিত হয়ে রুবেলের মাথা ফাটিয়ে দেয়।”

আহতদেরকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মোরশেদ আলম ও রুবেলের অবস্থার অবনতি হলে তাদেরকে নোয়াখালী জেনারেল হাপাতালে স্থানান্তর করা হয় বলে তিনি জানান।

ওসি মঈন উদ্দিন আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যপারে এখানও কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।