ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 11:01 AM
Updated : 18 June 2018, 11:01 AM

সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, সোমবার সকাল ৭টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বিআরটিসি বাসের সুপারভাইজার আব্দুর রহিম (৪০) ও একই বাসের যাত্রী ফরিদপুরের আরিফ মাহমুদ (৪২)।

আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি লতিফ প্রত্যক্ষদর্শীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালক ও সহকারীসহ অন্তত ১৫ জন আহত হন।

“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় রহিম ও আরিফ মারা যান।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি লতিফ মিঞা।