ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

ঠাকুরগাঁও সদরে মিনিবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 11:20 AM
Updated : 17 June 2018, 11:20 AM

রোববার দুপুরে রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই বাবুল ইসলাম।

নিহত ওমর ফারুক (২৫) সদরের জামালপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং কাওসার আহমেদ (২৬) একই ইউনিয়নের পারপুগী গ্রামের মনু মিঞার ছেলে।

আহত রবিউল ইসলামকে (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই বাবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন থেকে চারটি মোটরসাইকেলে করে আট বন্ধু বালিয়াডাঙ্গী উপজেলার শত বছরের পুরনো আম গাছ দেখতে যাচ্ছিলেন।

“পথে মথুরাপুর এলাকায় ঠাকুরগাঁও শহরগামী একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরসাইকেলের। স্থানীয়রা ওমর ফারুক, কাওসার আহমেদ ও রবিউল ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।”

পরে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক ও কাওসার আহমেদ মারা যান এবং উন্নত চিকিৎসার জন্য রবিউলকে রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

এসআই বাবুল জানান, দুর্ঘটনার পর মিনিবাসটি পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।