শিশুদের নিয়ে ঈদ আনন্দে জয়পুর ব্লাড ডোনার্স ক্লাব

লক্ষ্মীপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও মেহেদি উৎসব করেছে উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাব। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 03:26 PM
Updated : 15 June 2018, 03:26 PM

শুক্রবার সকালে সদর উপজেলার চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের মাঠে নানা বয়সী প্রায় শতাধিক শিশুকে ঈদের জামাকাপড় বিতরণ করা হয়। 

পাশাপাশি বাঙালি ঈদ উদযাপনের আরেকটি অনুষঙ্গ হিসেবে ক্লাবের নারী সদস্যরা এই শিশুদের হাতে মেহেদী দিয়ে আল্পনা আঁকেন।

উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মনির হোসেন ফরহাদ বলেন, "আমাদের মূল কাজ স্বেচ্ছায় রোগীদের রক্ত যোগাড় করে দেওয়া এবং রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা। কিন্তু তার বাইরে গিয়েও আমরা গত কয়েবছর শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছি।”

এই আয়োজনে নানা সময়ে নানা সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সমাজের বিত্তবানরা যদি এ কাজে সহযোগিতা করতে এগিয়ে আসে তাহলে এরচেয়েও বড় পরিসরে আমরা কাজ করতে পারব।"

ক্লাবের সদস্য ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারেক আল হাসান বলেন, "আমাদের ছোট ছোট ত্যাগ আর একটু সহায়তাই পারে সুবিধাবঞ্চিত এই শিশুদের মুখে হাসি ফোটাতে।”

ক্লাবের সভাপতি মোজাম্মেল হক রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক শুভ কুরী ও সাংবাদিক আপন দে অপু।