ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে: কাদের

এবার ঈদযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে স্বস্তির বলে আবারও দাবি করেছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 07:53 AM
Updated : 15 June 2018, 07:53 AM

ঈদের আগের দিন শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এবারকার ঈদ যাত্রা নিয়ে প্রথমে আতঙ্ক থাকলেও শেষ পর্যন্ত তা অমূলক বলে প্রমাণিত হয়েছে।

“অন্য যে কোনো বারের চেয়ে বিড়ম্বনাবিহীন পরিবেশে স্বস্তিতে ঈদ যাত্রা হয়েছে।”

ঈদ শেষে ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হবে না বলে মনে করেন ওবায়দুল কাদের।

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে আমরা নই। সেনাবাহিনী মোতায়েন হবে প্রয়োজন অনুসারে। সেনাবাহিনী থাকলেও স্ট্রাইকিং ফোর্স হিসেবেই থাকবে।

“সেনাবাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের এখতিয়ারে নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে পড়ে না। সেনাবাহিনী একটা স্বতন্ত্র আলাদা বিষয়।”

ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গির আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের জেলা সভাপতি আবদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজি স্বপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এসময় উপস্থিত ছিলেন।