রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) সাবেক এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। 

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 06:54 AM
Updated : 15 June 2018, 07:05 AM

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার দজরপাড়া এলাকা এ ঘটনা ঘটে বলে লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান।

নিহত বিনয় চাকমা জংগলীর (৪০) বাড়ি ওই এলাকায়।

এ ঘটনায় জেএসএস (এমএন লারমা) ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে।

জনসংহতি সমিতির (এমএনলারমা) মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, প্রায় দুই বছর আগে সংগঠন ছেড়ে বিনয় চাকমা স্বাভাবিক জীবনযাপন করছিলেন। সকালে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে তিনি সাংবাদিকদের বলেন, “পাহাড়ের এ সব হত্যাকাণ্ড যে ইউপিডিএফই করে তাতো আপনারা জানেন। তারা পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজস্ব কায়েম করেছে।”

অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পৃক্ততা নেই। এটা তাদের নিজেদের মধ্যে কিংবা এলাকার স্থানীয় ঝামেলাও হতে পারে।'

পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে গত ছয়মাসে পাহাড়ের চার আঞ্চলিক দলের সশস্ত্র বিরোধে এ নিয়ে ২৭ জনের প্রাণ গেছে।