গাজীপুরে তিতাসের গ্যাসলাইনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

গাজীপুর সিটি করপোরেশনে তিতাস গ্যাসের সংযোগ লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন সামান্য দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 12:49 PM
Updated : 14 June 2018, 01:37 PM

তিতাসের গাজীপুর কার্যালয়ের ব্যবস্থাপক অজিৎ কুমার জানান, সিটি করপোরেশনের বোর্ডবাজারের পাশে সাইনবোর্ড এলাকায় বিআরটির লোকজন নালার কাজ করার সময় আগুন ধরে যায়। তারা নিজেরাই তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ দগ্ধ হওয়ার খবর তিনি পাননি বলে জানিয়েছেন।

টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ইরাম শাহরিয়ার বলেন, আক্কাস আলী (৫২), নাসির উদ্দিন (২০) ও ইকবাল হোসেন (২৪) নামে তিনজনকে বৃহস্পতিবার সকালে তাদের হাসপাতালে আনা হয়।

“তারা সবাই কমবেশি দগ্ধ হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। সবাই প্রথমিক চিকিৎসার নিয়ে চলে গেছেন।”

এ ব্যাপারে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে যাত্রা শুরু পর আবার সেখান থেকে বলা হয়, যাওয়ার দরকার নেই। আগুন নিভে গেছে। এ কারণে আমরা আর ঘটনাস্থলে যাইনি।”

ওই এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম ঘটনার সময় সেখানে ছিলেন জানিয়ে বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উত্তরে ট্রিয়েটিভ গ্রুপের বন্ধু ফ্যাশন লিমিটেড নামের কারখার সীমানা দেয়াল ঘেঁষে আক্কাস আলীর অস্থায়ী চায়ের দোকান।

“বৃহস্পতিবার সকালে আক্কাস আলীর দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন। এ সময় তিতাসের সরবরাহ লাইন থেকে কারখানার সংযোগ লাইনের লিকেজ দিয়ে বের হওয়া গ্যাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দোকানে ছড়িয়ে পড়ে। এতে নাসির উদ্দিন, ইকবাল ও চা দোকানি আক্কাস দগ্ধ হন।”