৪ মাস পর ঝালকাঠি-বরিশাল রুটে সরাসরি বাস চালু

চার মাস বন্ধ থাকার পর ঈদ উপলক্ষে ঝালকাঠি-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল সাময়িকভাবে শুরু হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 07:04 AM
Updated : 14 June 2018, 01:39 PM

ঝালকাঠি বাসমালিক সমিতি ও বরিশাল বাসমালিক সমিতির দ্বন্দ্বে এই রুটে চার মাস ধরে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

ঝালকাঠি বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহামুদ বাচ্চু জানান, দ্বন্দ্ব নিরসনের জন্য বুধবার বরিশালে তিন ঘণ্টা আলোচনা হয়েছে। কিন্তু কোনো সমাধান আসেনি। এ অবস্থায় প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে ২০ জুন সন্ধ্যা পর্যন্ত ওই রুটে উভয় সমিতির বাস সরাসরি চালানোর সিদ্ধান্ত হয়।

“ঝালকাঠির বাস বরিশালের রূপাতলী স্ট্যান্ডে গিয়ে থামবে। বরিশালের বাসও আগের মতই ঝালকাঠির ওপর দিয়ে চলতে দেওয়া হবে।”

তবে ঝালকাঠি সমিতির দাবি না মানা হলে ২১ জুন থেকে আবারও ওই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।

ঝালকাঠি সমিতির অভিযোগ, তাদের বাসকে বরিশাল-কুয়াকাটা রুটে চলাচলে বাধা দেওয়া হয়, হয়রানি করা হয়। এর প্রতিবাদে ঝালকাঠি সমিতি বরিশালের বাসকে ঝালকাঠি ঢুকতে দেয় না। ঝালকাঠির বাসকেও বরিশালে ঢুকতে দেয় না বরিশাল সমিতি।

এ বিষয়ে বরিশাল সমিতির বক্তব্য পাওয়া যায়নি।