নোয়াখালীতে ‘গ্যাসলাইন থেকে’ আগুন ধরে পুড়ে গেল অটোরিকশা

নোয়াখালী সদর উপজেলায় ‘গ্যাসলাইন থেকে’ আগুন ধরে একটি অটোরিকশা পুড়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 06:44 AM
Updated : 13 June 2018, 06:44 AM

সুধারাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দত্তবাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অটোরিকশাটি মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে সোনাপুর যাচ্ছিল জানিয়ে তিনি বলেন, “দত্তবাড়ির মোড়ে পৌঁছালে গ্যাসলাইন থেকে আগুন ধরে যায়। চালকসহ যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় দ্রুত নেমে পড়তে পারলেও অটোরিকশাটি ঘটনাস্থলেই আগুনে পুড়ে যায়।”

ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তারা অটোরিকশাটি রক্ষা করতে পারেনি।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডারের গ্যাস থেকে এ অগিকাণ্ডের ঘটনা ঘটলেও সিলিন্ডার বিস্ফোরিত না হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।