নদীর বালু উত্তোলন, ট্রাক পোড়ালেন ম্যাজিস্ট্রেট

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক জ্বালিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2018, 04:07 PM
Updated : 12 June 2018, 04:07 PM

ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম কবির মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ট্রাকে আগুন দেন।

ম্যাজিস্ট্রেট কবির সাংবাদিকদের বলেন, কাতলাগাড়ী গড়াই নদীর চর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছিল। বিভিন্ন মিডিয়াতে এ সংক্রান্ত প্রকাশের পর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

“এ সময় স্থানীয় প্রযুক্তিতে অবৈধভাবে তৈরি দুটি বালু বহনকারী ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রভাবশালীরা অবৈধভাবে নদীর চর থেকে বালু তুলে বিক্রি করে আসছিল। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছিল। এছাড়াও ফসলী জমি ভাঙ্গন হমকির মুখে পড়ে।

সারুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, বালু তোলার সঙ্গে তিনি জড়িত নন।

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি বলেন, অবৈধভাবে বালু তোলার ফলে এপারে জমি ভাঙ্গনের মুখে পড়েছে। ভারী ট্রাকে করে বালু বহনের ফলে গ্রামীণ সড়ক ভেঙ্গেচুরে যাচ্ছিল। জেলা প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্ধ করা হয়েছে।